পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

বর্তমানে সারাবিশ্বে পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে যে কোন স্থানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। এর জন্য নির্ধারিত ফর্মে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ইন্সপেক্টর কর্তৃক ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী - 

১.           ‘সবুজ’ ও ‘কমলা-ক’ তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য নির্ধারিত ফর্মে আবেদন

২.          শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের সাধারণ তথ্যাবলী/ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট/প্রোজেক্ট প্রোফাইল

৩.          কাঁচামালসহ উৎপন্ন দ্রব্যের প্রকৃত বিবরণ

৪.          ট্রেড লাইসেন্স

৫.          স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান)

৬.          হালনাগাদ আয়কর পরিশোধিত প্রত্যায়নপত্র (টাকার পরিমানসহ), টিন, ভ্যাট সার্টিফিকেট

৭.          লোকেশন ম্যাপ

৮.          শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের লে-আউট প্ল্যান

৯.          উৎপন্ন দ্রব্যের প্রসেস ফ্লো ডায়াগ্রাম

১০.        দাগ, খতিয়ান উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ মৌজা ম্যাপ (প্রকল্পের প্রস্তাবিত স্থান চিহ্নিত করতে হবে)

১১.         জায়গার মালিকানা দলিল/খতিয়ান (মিউটেশনসহ/ভাড়ার চুক্তিপত্র) (আবেদনকারী ভাড়াটিয়া হলে মূল মালিকের খতিয়ান দাখিল করতে হবে)

১২.        বিনিয়োগ বোর্ডের নিবন্ধনের কপি

১৩.        কারখানা প্রতিষ্ঠিত হওয়ার তারিখ উল্লেখপূর্বক বিনিয়োগ বোর্ড/ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক প্রদেয় প্রত্যায়নপত্র

১৪.        ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের লাইসেন্স

১৫.        বহুতল ভবনের ক্ষেত্রে ভবনের ভার বহন এর সনদপত্র

১৬.       তাছাড়া ‘কমলা-খ’ ও ‘লাল’ তালিকাভ‚ক্ত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্মে বর্ণিত (ক) অথবা (খ) কাগজপত্রসমূহ অতিরিক্ত জমা দিতে হবে।