ইউরোপীয় ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশের ক্রেতারা জিএসপি এর আওতায় বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতে শুল্ক সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ থেকে ঐসব দেশে কোন পণ্য রপ্তানি করতে রপ্তনিকারকদের তাই জিএসপি সার্টিফিকেট প্রয়োজন হয়। এতে বিদেশী ক্রেতারা শুল্ক সুবিধাপ্রাপ্ত (শূন্য শুল্কহার বা হ্রাসকৃত শুল্কহার) হয়ে পরবর্তীতে ঐ দেশ থেকে অধিক পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। নিম্নলিখিত দেশসমূহে পণ্য রপ্তানি করতে জিএসপি সার্টিফিকেট প্রয়োজন হয়ঃ
অষ্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, জার্মানী, গ্রীস, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইটালী, লাটভিয়া, লিথুয়ানিয়া, লান্সেমবার্গ, মাল্টা, ন্যাদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, সুইডেন, ইউকে প্রভৃতি।
জিএসপি সার্টিফিকেট ইস্যুর জন্য ব্যবসায়ীদের যেসব কাগজপত্র দাখিল করতে হয় তার
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জিএসপির জন্য আবেদন
২. কমার্শিয়াল ইনভয়েস
৩. প্যাকিং লিষ্ট
৪. বিল অব ল্যাডিং (বিএল)
৫. শিপিং বিল
৬. এলসি কপি
৭. ব্যাক-টু-ব্যাক এলসি কপি
৮. ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি/ইম্পোর্ট পার্মিট (আইপি), এক্সপোর্ট পার্মিট (ইপি) (ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
৯. ব্যাংক সার্টিফিকেট
১০. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমার্শিয়াল অফিসার এর আইডি কার্ড