SEO মানে কি ? ব্লগে seo এর কাজ কি এবং কিভাবে করবেন (SEO tutorial)

SEO মানে কি ? ব্লগে seo এর কাজ কি এবং কিভাবে করবেন (SEO tutorial)

Reference : https://banglatech.info/

এস ই ও টিউটোরিয়াল : যদি আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট খোলার কথা ভাবছেন তাহলে SEO কি এবং seo কিভাবে করে সেটা জানতে এবং শিখতে হবে। তাই এই আর্টিকেলে আমি আপনাদের, এস.ই.ও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ কি এবং seo কিভাবে করব তা বুঝিয়ে বলবো।

তবে হে, আপনি যদি ভালোকরে SEO এবং তার সাধারণ জ্ঞান নিয়ে নেন বা জেনে নেন তাহলে অবশই নিজের ব্লগিং ক্যারিয়ার (career) সফল করে নিতে পারবেন।

মনে রাখবেন, এখনের দিনে যদি আপনি “এসইও কি” এ বেপারে না জেনে ব্লগ লেখা শুরু করেন, তাহলে আপনি ব্লগ এর ক্যারিয়ার সফল করতে পারবেননা। (Seo bangla tutorial step by step).

Seo Bangla tutorial .

আমি বা আপনি ব্লগ কেন আরম্ভ করতে চাই ? কেন লোকেরা নিজের এতো সময় দিয়ে একটি একটি আর্টিকেল লিখে নিজের ব্লগ বানিয়ে তাকে সফল করার চেষ্টা করে ?

হে, আপনি ঠিক ভাবছেন। আমি, আপনি বা জেকেও ব্লগ বানিয়ে তাতে আর্টিকেল লেখা শুরু করি একদিন তার থেকে টাকা আয় করার উদ্দেশে।

আমরা ব্লগ থেকে অনেক মাধ্যমে টাকা আয় করতে পারি। Google এডসেন্স দ্বারাaffiliate marketing দ্বারা এবং অন্য advertisement website থেকে।

কিন্তু, ব্লগ বানানোর থেকে শুরু করে টাকা আয় করা অব্দি আপনার একটি অনেক জরুরি জিনিসের দরকার।

সেটা হলো, নিজের ব্লগে “ট্রাফিক” বা “ভিসিটর্স” দের। মানে, আপনার ব্লগে লেখা আর্টিকেল গুলি পড়ার জন্য লোকের বা মানুষের।

তাই, আপনার ব্লগে আর্টিকেল পড়ার জন্য আপ্নি অসংখ্য (unlimited) ফ্রি ট্রাফিক বা ভিসিটর পাবেন “Search engine” যেমন গুগল সার্চ (Google search) এবং ইয়াহু সার্চ (Yahoo search) থেকে।

Also read – 

আর মনেরাখবেন, search engine থেকে এই ফ্রি unlimited ভিসিটর বা ট্রাফিক পাওয়ার জন্য আপনার ব্লগ এবং ব্লগের আর্টিকেলে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সঠিক ব্যবহার থাকতে হবে।

তবে, সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বা ভিসিটর পাওয়ার জন্য SEO র কেন দরকার হবে বা seo এর কিভাবে সঠিক ব্যবহার করবেন তা আপনি নিচে বুঝে যাবেন।

এস ই ও (SEO) মানে কি ? এর কাজ কি

SEO যাকে বড় ভাবে বলা হয় “Search engine optimization” এর মানে অনেকটাই সোজা। দেখেন, আমি আপনাদের ওপরেই বলেছি যে, নিজের ব্লগ বা ওয়েবসাইটে ফ্রি ভাবে অসংখক ভিসিটর বা ট্রাফিক পাওয়ার একটাই উপায় আছে।

আর, সেটা হলো “Search engine” থেকে। এবং, এই সার্চ ইঞ্জিন গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “Google” এবং “Yahoo বা bing” .

 

এখন, SEO (এস ই ও) হলো এমন একটি কৌশলনিয়ম বা প্রক্রিয়া যার দ্বারা আমরা নিজের ব্লগ বা ওয়েবসাইটের content বা আর্টিকেল গুলি Google এবং bing এর মতো search engine গুলিতে সবচে প্রথম সার্চ পেজের প্রথম ১০ টি ওয়েবসাইটের লিস্ট (list) এ দেখাতে পারি।

এবং, এর ফলে যখন নাকি লোকেরা এই সার্চ ইঞ্জিন গুলি ব্যবহার করে আমাদের ব্লগ এবং ওয়েবসাইটের সাথে জড়িত (related) কিছু বিষয়ে সার্চ করবেন তখন আমাদের ব্লগের আর্টিকেল বা কনটেন্ট সার্চ ইঞ্জিন গুলি প্রথম পেজের ১০ টি ফলাফলের (result) এর মধ্যে দেখাবে।

এতে, যিহেতু সেই বিষয়ে (keyword) আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানো হবে তাই আপনি যথেষ্ট পরিমানে ফ্রি ভিসিটর বা ট্রাফিক এই সার্চ ইঞ্জিন গুলি থেকে পেতে থাকবেন।

 

আর মনে রাখবেন, এটাই এক মাত্র এমন উপায় যার দ্বারা আজ লক্ষ লক্ষ লোকেরা নিজেদের ব্লগে হাজার হাজার ভিসিটর/ট্রাফিক পাচ্ছেন এবং তার থেকে টাকা আয় করছেন।

তাই, সোজা ভাবে বলতে গেলে SEO (এস ই ও) হলো এমন একটি কৌশল বা নিয়ম যার ব্যবহার করে জেকেও নিজের ব্লগ বা ব্লগে লেখা আর্টিকেল যেকোনো Keyword বা বিষয়ে search engine এর প্রথম result পেজে rank করতে পারবেন।

কিন্তু মনে রাখবেন, এর জন্য আপনার সঠিক জ্ঞান থাকতে হবে SEO (এস ই ও) র ব্যাপারে।

যদি আপনি নিজের ব্লগে ভুল ভাবে বা কোনো জ্ঞান না রেখে Search engine optimization এর ব্যবহার করবেন, তাহলে এতে আপনার ব্লগ এবং ব্লগে লেখা আর্টিকেলে ক্ষতি হতে পারে। ফলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বা ভিসিটর পাবেননা।

Note: Keyword মানে হলো আপনি যে বিষয়ে আর্টিকেল লিখছেন বা লেখা আর্টিকেলটি কিসের ওপর সেই সঠিক বিষয়টিকে বলা হয়। যেমন, আমি এই আর্টিকলে SEO মানে কি এ বেপারে লিখছি এবং তাই আমার আর্টিকেলের keyword হলো “SEO কি“, “SEO কিভাবে করে” বা “এস ই ও র কাজ কি“।