ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ শিল্প প্রতিষ্ঠান নিবন্ধন করলে নিম্নলিখিত সুযোগ-সুবিধা পাওয়া যায়ঃ
১. শিল্প স্থাপনে সঠিক পরামর্শ প্রদান।
২. নির্দিষ্ট আমদানি মানদন্ডের (ক্রাইটেরিয়া) ভিত্তিতে নিরূপিত আমদানিস্বত্ব অনুযায়ী আমদানি নীতির আওতায় প্রয়োজনীয় কাঁচামাল, মোড়ক বাঁধাই উপকরণ ও যন্ত্রাংশ আমদানি সুবিধা প্রদান।
৩. মূলধনী যন্ত্রপাতি ও সরজ্ঞামাদি আমদানির ক্ষেত্রে সরকারী নিয়ম মাফিক রেয়াতী হারে শুল্ক প্রদানের সুবিধা প্রদান।
৪. নিবন্ধীকৃত শিল্প প্রতিষ্ঠানের এলসিএ ফি/আইপি ফি মওকুফের সুবিধা প্রদান।
৫. শিল্প প্রতিষ্ঠানের ভূমি, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সুযোগ সুবিধাদির ব্যাপারে বিসিকের সহায়তা প্রদান।
বিসিক এর রেজিস্ট্রেশন এর জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করা হয়ঃ
ধাপ-১ বিসিক অফিস থেকে ফরম সংগ্রহ (২০.০০ টাকার বিনিময়ে) [পরিশিষ্ট-৫.১০]
ধাপ-২ প্রস্তাবিত/বিদ্যমান শিল্পের নিবন্ধনের জন্য নির্ধারিত ফরম (ফরম-১) পূরণ করে সংশ্লিষ্ট জেলায় অবস্থিত বিসিকের জেলা কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনপত্র ক্রয়ের রশিদ।
২. জমি/দালান কোঠার মালিকানা/ভাড়ার প্রমাণপত্র।
৩. যন্ত্রপাতি/সরঞ্জামাদি ক্রয়ের রশীদ, ঋণপত্র/ইনভয়েস ইত্যাদি।
৪. কারখানার হালনাগাদ ট্রেড লাইসেন্স।
৫. উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র।
৬. ঋণে স্থাপিত প্রতিষ্ঠানের বেলায় প্রকল্প/সমীক্ষার প্রতিবেদন।
৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো- ১ কপি।
বিস্তারিত তথ্যের জন্যঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
১৩৭-১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
ফোনঃ ৯৫৫৬১৯১-২, ফ্যাক্সঃ ৯৫৫০৭০৪