ইন্সপেক্টর অব বয়লার হতে রেজিষ্ট্রেশন সার্টিফিকেট

ইন্সপেক্টর অব বয়লার হতে রেজিষ্ট্রেশন সার্টিফিকেট

শিল্প মন্ত্রণালয়ের অধীন ইন্সপেকটর অব বয়লার এর অফিস থেকে বয়লার সংক্রান্ত যাবতীয় ইন্সপেকশন, রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে এবং নিম্নলিখিত আইনসমূহ ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা তা তদারকী করা হয়ঃ

              ক) বয়লার আইন, ১৯২৩

              খ) বয়লার রেজুলেশন, ১৯৫১

              গ) বয়লার এটেনডেন্টস রুলস, ১৯৫৩

              ঘ) বয়লার রুলস, ১৯৬১

বয়লার থেকে নিরাপদ সার্ভিস নিশ্চিত করতে একটি বাৎসরিক ইন্সপেকশন হয়ে থাকে। ইন্সপেকটর অব বয়লার এর রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করতে হবেঃ

ধাপ-১   প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসহ চিফ ইন্সপেকটর বরাবর আবেদন করতে হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র:

১.           ক্রস সেকশনাল কনস্ট্রাকশন ড্রইং (স্কেল সহ)       ৩ কপি

২.          হিটিং সারফেসের হিসাব                                       ৩ কপি

৩.          বয়লারের চাপমান অংশসমূহের শক্তির হিসাব       ৩ কপি

৪.          পরিদর্শন কর্তৃপক্ষের নিকট হইতে বয়লার প্রস্তুতকালীন সময়ের পরিদর্শন সার্টিফিকেট

৫.          প্রস্তুতকারীর নিকট হইতে বয়লার তৈরী ও পরীক্ষার সার্টিফিকেট

৬.          ইস্পাত প্রস্তুতকারীর নিকট হইতে ইস্পাত তৈরী ও পরীক্ষার সার্টিফিকেট

৭.          স্টীম পাইপ সার্টিফিকেট (৩” অভ্যন্তরীন ব্যাসের উপরে পাইপের জন্য)

৮.          প্রস্তুতকারীর স্ট্যাম্প

৯.          চালনা ও সংরক্ষণ ম্যানুয়াল

১০.        ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি

 

 

ধাপ-২   চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বরাবর রেজিষ্ট্রেশন ফি জমা

 

ধাপ-৩  ইন্সপেকশন (ইন্সপেকশনের জন্য সিডিউল নেয়া)

 

ধাপ-৪   রেজিষ্ট্রেশনের অনুমোদন নেয়া

  1. অনুমোদিত না হলে আপিল করা
  2. পুনরায় ইন্সপেকশন
  3. রেজিষ্ট্রেশন

 

বিস্তারিত তথ্যের জন্য :

ইন্সপেকটর অব বয়লার এর কার্যালয়

শিল্পভবন এনেক্স বিল্ডিং, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

ফোন : ৯৫৬৭১০৮, ৯৫৬৭৩৫৩