এই চেকলিষ্ট ব্যাংক ঋণ গ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিতে সহায়ক হতে পারে।
১.যথাযথভাবে পুরণকৃত ঋণ আবেদনপত্র (Loan Application Form)
২ নবায়নকৃত ট্রেড লাইসেন্স।
৩ ব্যবসায় প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব।
8. জাতীয় পরিচয়পত্র।
৫. ড্রাগ লাইসেন্স (ঔষধ ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য)।
৬. বিএসটিআই সার্টিফিকেট (খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
৭. ডিসির অনুমোদন (ডিজেল ও এসিড ব্যবসার ক্ষেত্রে)।
৮ পেট্রোবাংলার সার্টিফিকেট (ডিজেল ও অকটেন ব্যবসার ক্ষেত্রে)।
৯ বিগত ১ থেকে ৩ বৎসরের ব্যাংক প্রতিবেদন (বিভিন্ন ব্যাংকের চাহিদা ভিন্ন)।
১০. দোকান/ঘর ভাড়া চুক্তিনামা।
১১.পজিশনের দলিল।
১২. টিআইএন সার্টিফিকেট।
১৩. ভ্যাট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
১৪. বিদ্যুৎ বিল
১৫. টেলিফোন বিল।
১৬. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
১৭. কর্মচারীদের নাম, পদবী এবং মাসিক বেতনের তালিকা।
১৮, IRC ও ERC সার্টিফিকেট (আমদানি ও রপ্তানি ব্যবসার ক্ষেত্রে)
১৯, মজুদ মাল ও তার বর্তমান মূল্যের তালিকা। মূল্য।
২০. স্থায়ী সম্পদের তালিকা ও দেনাদারের তালিকা।
২৩. পাওনাদারের তালিকা। বর্তমানে অন্য কোথাও ঋণ থাকলে তার বিবরণী।
২৪. বাংলাদেশ ব্যাংকের CIB রিপোর্ট, এখানে উল্লেখ্য যে, এই রিপোর্টের ফরম সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানই উদ্যোক্তাকে সরবরাহ করে এবং উদ্যোক্তা উক্ত ফরম যথাযথভাবে পূরণ করে দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
২৫. ঋণের আবেদনকারী এবং গ্যারান্টার উভয়ের পাসপোর্ট সাইজ ছবি। এখানে উল্লেখ্য যে, আর্থিক
প্রতিষ্ঠানসমূহ তাদের প্রয়োজন অনুযায়ী একাধিক গ্যারান্টার নিতে পারেন। অনেক প্রতিষ্ঠানই মূল গ্যারান্টোরের অতিরিক্ত গ্যারান্টার হিসেবে পরিবাররের সদস্যকে গ্যারান্টার হিসেবে নিয়ে থাকে।
২৬. গ্যারান্টার ব্যবসায়ী হলে তার ট্রেড লাইসেন্স ও CIB রিপোর্ট।
২৭.ব্যবসার বিগত ১ বৎসরের বিক্রয় ও আর্থিক বিবরণী।
Essential Papers:
1. Update license.
2. Current bank account in the name of the business organization.
3. National identity card / passport photocopy.
4. Minimum of 6 months to 3 years, the bank reports (different needs of different banks).
5. Shop / house rental agreement/ location document.
Other papers (depending on type and size of business):
1. Taxpayer identification certificate (TIN)
2. List of active stock and its current value.
3. List and value of fixed assets.
4. The total amount of debt and over-statement
5. Details of official statements of debt (if any)
6. Value Added Tax (VAT) certificate (if applicable).
7. Paid business electricity bills.
8. Paid business telephone bills.
9. Employee name, last name and a list of monthly wages (payroll).
10. Bangladesh Bank IOI report. Here, to note that the form of this report is provided by corresponding financial institutions to entrepreneurs and when entrepreneurs fill up the forms, these financial institutions complete the formalities to collect reports from the Bangladesh Bank.
Mentioned papers are broadly required to all banks and non-bank financial institutions to receive credit. Also, banks and non-bank financial institutions collect other required documents and information from the applicant, if necessary.