ক্রেডিট হোলসেলিং কার্যক্রম

ক্রেডিট হোলসেলিং কার্যক্রম

সম্ভাবনাময় উৎপাদনশীল খাত, প্রযুক্তি উন্নয়ন ও সুনির্দিষ্ট সেবা খাতের ক্লাস্টার/ক্লায়েন্টে গ্রুপকে অর্থায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যে সকল ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাগণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করতে সমর্থ্য হচ্ছেন না বিশেষ করে তাঁদেরকে।

সহজ শর্তে, স্বল্প সূদে (সর্বোচ্চ ৯%) জামানত বিহীন ঋণ প্রদান করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এসএমই ফাউন্ডেশনের একটি চলমান কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় ফাউন্ডেশন হতে সরাসরি ঋণ প্রদান করা হয় না। ফাউন্ডেশন হতে পার্টনার ব্যাংক অথবা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে প্রাক-অর্থায়ন (pre-financing) করা হয় এবং পরবর্তীতে তা উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হয়। ক্রেডিট হোলসেলিং কার্যক্রমে নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়।

এ কার্যক্রমের আওতায় সর্বনিম্ন ৫০,০০০/= টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং ক্ষেত্র বিশেষে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। বর্তমানে ছয়টি বাণিজ্যিক ব্যাংক (এনসিসি ব্যাংক লিঃ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ, ইষ্টার্ন ব‍্যাংক লিঃ, ট্রাষ্ট ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া লিঃ, ঢাকা ব্যাংক লিঃ) এবং দুইটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (মাইডাস ফাইন্যান্সিং লিঃ, আইডিএলসি ফাইন্যান্স লিঃ) এর মাধ্যমে ক্রেডিট হোলসেলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।