ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ
অর্থায়ন পরিকল্পনার উপর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভরশীল। প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস এবং মুনাফা বৃদ্ধিতে অর্থায়নের ভূমিকা অনেক।
বাৎসরিক ট্যাক্স প্রদান
আমাদের দেশে ব্যবসায়ে আয়ের একটি অংশ সরকারকে ট্যাক্স হিসাবে প্রদান করতে হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য (এন বি আর) এর ওয়েব সাইট থেকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বর সংগ্রহ করে । বছরের একটি নির্দিষ্ট সময় এই ট্যাক্স প্রদান করতে হয়।
https://nbr.portal.gov.bd
এই লিংকটি তে ট্যাক্স সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন।
ব্যাংক একাউন্ট
বিজনেস ব্যাংকিং একাউন্ট আপনার ব্যক্তিগত তহবিল থেকে আপনার ব্যবসায়িক তহবিলকে আলাদা রেখে সীমিত ব্যক্তিগত দায়বদ্ধতার পজিশন তৈরি করে আপনাকে সুরক্ষিত রাখে। কমার্শিয়াল সার্ভিসগুলো আপনার গ্রাহকদের জন্য ক্রয় সুরক্ষাও সরবরাহ করে এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাও নিশ্চিত করে।
হিসাব নিকাশে সফটওয়্যার এর ব্যবহার
হিসাব-নিকাশ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ে সঠিকভাবে হিসাব নিকাশ না করা হলে ব্যবসায়ে আর্থিক ক্ষতি হতে পারে। পুরাতন পদ্ধতিতে হিসাব রাখলে তা ভুল হবার সম্ভবনা বেশী থাকে। তাই কম্পিউটারে হিসাব নিকাশ এর সফটওয়্যার ব্যবহার করলে। ব্যবসায়ের দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের রশিদ তৈরিসহ কর্মচারী ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, লাভ-ক্ষতি, দেনা-পাওনার হিসাব রাখার সমাধান প্রদান করে। যার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। বর্তমানে বিশ্বে বহুল ব্যবহারিত হিসাব- নিকাশের সফটওয়্যার হলঃ মাইক্রোসফট এক্সেল, গুগোল ডক, টালি খাতা ইত্যাদি।
ব্যবসায়ের জন্য বিভিন্ন লোনের খোঁজ করা
ব্যবসাায় সম্প্রসারণের জন্য বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ( ব্যাংক/ নন-ব্যাংকিং প্রতিষ্ঠান) থেকে বিভিন্ন পরিমাণে ঋণ সুবিধা পেতে পারে। এই ঋণ সুবিধা পেতে আর্থিক প্রতিষ্ঠানের ওয়েব সাইট কিংবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভন্ন শাখা হতে তথ্য সংগ্রহ করা যায়।
একটি বাসরিক নগদ প্রবাহের পূর্ব পরিকল্পনা করা
বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ মুনাফা পূর্বানুমান করতে হয়। ভবিষ্যত ব্যয় ও বিক্রয় সম্পর্কে পূর্বানুমান করতে পারলে ব্যবসায়ের ভবিষ্যত প্রত্যাশিত মুনাফা নির্ণয় করতে পারেন। ঠিক তেমনিভাবে আর্থিক ব্যবস্থাপক কোন নতুন প্রকল্পে বিনিয়োগের সময় আনুমানিক মুনাফা নির্ধারণ ও মূল্যায়ন করা প্রয়োজন।