MSME সমূহ এই ডিজিটাল প্ল্যাটফর্মে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ট্রেড রিসিভেবল্স আপলোড করতে পারবেন এবং আগ্রহী বিনিয়োগকারীগণ অর্থাৎ দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এই “ট্রেড রিসিভেবলূস” এর বিপরীতে বিনিয়োগ করতে পারবেন। ফলে, MSME প্রতিষ্ঠানসমূহ তাদের ট্রেড রিসিভেবল্স এর বিপরীতে দ্রুত ও সহজে অর্থ পাবেন এবং তাদের ব্যবসা পরিচালনা করা সহজতর হবে। অন্যদিকে, বিনিয়োগকারীগণ ট্রেড রিসিভেবল এর মেয়াদপূর্তিতে ক্রেতা প্রতিষ্ঠান হতে ট্রেড রিসিভেবল এর পূর্ণ মূল্য পেয়ে লাভবান হতে পারবেন।
ট্রেড রিসিভেবল ব্যবহারের নিয়ম
ক) একটি ফার্ম MSME থেকে পণ্য ক্রয় করে;
খ) MSME পণ্য ডেলিভারির পর ফার্ম থেকে একটি গৃহীত চালান পায় (যার মেয়াদপূর্তির তারিখ রয়েছে) ;
গ) MSME চালানটি ব্যাংক/এনবিএফআই(নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন) কাছে ছাড়ে বিক্রি করে এবং অতিদ্রুত নগদ অর্থ পায়;
ঘ) ব্যাংক/এনবিএফআই চালানের মেয়াদপূর্তিতে ফার্মের কাছ থেকে অর্থ গ্রহন করে।
একক বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ
যেকোন সময়ে একক কর্পোরেট ক্রেতার কাছে বিনিয়োগকারী/অর্থদাতা
=৫ কোটি টাকায়
যেকোন সময়ে একজন একক বিনিয়োগকারী/অর্থদাতা কর্তৃক বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ
= ২০ কোটি টাকা
একটি একক ফ্যাক্টরিং লেনদেনের সর্বাধিক মূল্য
= ২৫ লাখ টাকা
একজন একক এম এস এম ই বিক্রেতা যেকোন সময়ে বিনিয়োগের সর্বোচ্চ যে পরিমাণ পেতে পারেন
= ১ কোটি টাকা