এক্যুইটি এন্ড অস্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ)

এক্যুইটি এন্ড অস্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ)

ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল শিল্পের বিকাশ এবং এসব শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোক্তা সম-মূলধন সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকারী অর্থায়নে এক্যুইটি এন্ড অস্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ) গঠন করা হয়। বর্তমানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এই ফান্ড পরিচালনা করছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প এবং সফটওয়্যার শিল্পে ইইএফ সহায়তা প্রদান করা হয়। অগ্রাধিকার খাতসমূহ উল্লেখ করা হলোঃ

১. কৃষিঃ (ক) হাইব্রীড বীজ উৎপাদন (ধান, ভুট্টা, সব্‌জী ও তরমুজ), (খ) বাণিজ্যিকভাবে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আলু বীজ উৎপাদন, (গ) বাণিজ্যিকভাবে ফুল, অর্কিড চাষ (রপ্তানি বাজারের জন্য), (ঘ) বাণিজ্যিকভাবে সরু/সুগুন্ধ চাল (রপ্তানি বাজারের জন্য এবং প্রকৃত রপ্তানিকারক যাচাই-বাছাই সাপেক্ষে), (ঙ) মাশরুম চাষ প্রকল্প।

২. মৎস্যঃ মৎস্য প্রক্রিয়াজাতকরণভিত্তিক শিল্পঃ (ক) IQF Plant স্থাপন (Individual Quick Freezing/ Fish Processing), (খ) মূল্য সংযোজিত মৎস্যজাত খাদ্য উৎপাদন (Value added fish product development and marketing), (গ) আধুনিক পদ্ধতিতে শুটকীমাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ (Dehydrated fish plant)I

মৎস্য চাষ ও হ্যাচারীঃ (ক) বাণিজ্যিকভাবে high value মাছের খামার ও হ্যাচারী স্থাপন

খাদ্য উৎপাদনভিত্তিক শিল্পঃ মৎস্য ও পশুজাত গুণগত মানসম্পন্ন (Balanced Feed) খাদ্য উৎপাদনভিত্তিক শিল্প ।

৩. পশুসম্পদঃ পশুজাত খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণভিত্তিক শিল্প স্থাপনঃ (ক) দুধ, ডিম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট (Meat, Milk, Egg processing and further processing plant), (খ) মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট (আধুনিক কসাইখানাসহ)।

পশু স্বাস্থ্য রক্ষা ও ব্যবস্থাপনাভিত্তিক শিল্প স্থাপনঃ গবাদি পশু/হাঁস-মুরগীর রোগ নির্ণয়/চিকিৎসার জন্য ল্যাবরেটরী ও হাসপাতাল স্থাপন

পোল্ট্রি উৎপাদনভিত্তিক শিল্পঃ গ্রেট-গ্র্যান্ট প্যারেন্ট ও প্যারেন্ট স্টক খামার।

৪. অন্যান্যঃ

(ক) জৈবসার উৎপাদন (খ) সয়াফুড উৎপাদন / সয়াবীন প্রসেসিং (গ) Fruits and Vegetables Processing & Preserving, মৌচাষ ও মধু প্রক্রিয়াজাতকরণ/জ্যাম, জেলী, আচার, সসেজ ইত্যাদি প্রস্তুতকরণ (স্থানীয় ও রপ্তানি বাজারের জন্য) (ঘ) সুপারি চাষ/উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ এবং (ঙ) কচ্ছপ এর হ্যাচারী ও কচ্ছপ চাষ।

আইসিটিইএস সেবা প্রদান

সফটওয়্যার তৈরী/আইসিটিইএস সেবা প্রদান।

ইইএফ সহায়তা প্রাপ্তির শর্তাবলী

১. বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. প্রকল্পটি আইসিটি বা কৃষি ভিত্তিক প্রকল্প হতে হবে।

৩. ইইএফ সহায়তার জন্য প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হবে।

৪. নতুন/অভিজ্ঞতাসম্পন্ন, সৃজনশীল, দক্ষতাসম্পন্ন এবং সম্ভাবনাময় উদ্যোক্তা হতে হবে।

৫. মোট প্রকল্প ব্যয় কৃষির ক্ষেত্রে সর্বনিম্ন ০.৫০ কোটি টাকা হতে ১০ কোটি টাকা এবং আইসিটি এর ক্ষেত্রে সর্বনিম্ন ০.২০ কোটি টাকা হতে সর্বোচ্চ ৫ কোটি টাকা হতে হবে।

৬. ব্যাংক ঋণসহ প্রকল্প প্রস্তাব ইইএফ সহায়তার জন্য বিবেচনা করা হবে না।

৭.আইসিটি প্রকল্পে ইইএফ সহায়তার জন্য আইসিটি শিল্পে ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

ইইএফ সহায়তার পরিমাণ

সাধারনত কৃষি ভিত্তিক ও আইসিটি প্রকল্পে প্রদত্ত ইইএফ সহায়তার পরিমাণ মোট প্রকল্প ব্যয়ের ৪৯%। অবশিষ্ট ৫১% অর্থ উদ্যোক্তাকে প্রকল্পে বিনিয়োগ করতে হয়।

সুদ

সুদ নেই। প্রকল্পের অর্জিত লাভ-লোকসান উদ্যোক্তার এবং ইইএফ এর মূলধনের আনুপাতিক অংশীদারিত্বের ভিত্তিতে বন্টিত হবে।

আবেদন পদ্ধতি

ইইএফ সহায়তা গ্রহণের জন্য আগ্রহী উদ্যোক্তাগণের নিকট হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে মাধ্যমে Expression of Interest (EOI) আহবান করা হয়ে থাকে। কৃষি ভিত্তিক প্রকল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাগণকে আইসিবির অফিস অথবা ওয়েবসাইট হতে EOI ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে আইসিবিতে দাখিল করতে হবে। আইসিটি প্রকল্পের জন্য আগ্রহী উদ্যোক্তাগণকে আইসিবি হতে ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকার বিনিময়ে (অফেরতযোগ্য) বিস্তারিত গাইডলাইনসহ আবেদনপত্র সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে আইসিবিতে জমা দিতে হবে।