ক্ষুদ্র ও মাঝারি এবং নারী উদ্যোদ বিষয়ক খবরাদি

ক্ষুদ্র ও মাঝারি এবং নারী উদ্যোদ বিষয়ক খবরাদি

ক্ষুদ্র ও মাঝারি এবং নারী উদ্যোদ বিষয়ক খবরাদি (অক্টোবর)

০৩ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তাদের কোভিড-১৯ পরবর্তী ব্যবসায়িক সংকট মোকাবিলায় মানসিক চাপ প্রশমন, অনলাইন ব্যবসা পরিচালনা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে দেশের স্বনামধন্য রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’-এর সাথে ‘স্বপ্ন’-নারী-উদ্যোক্তা সম্মিলন' আয়োজন।

০৩ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী-উদ্যোক্তাদের কোভিড-১৯ পরবর্তী ব্যবসায়িক সংকট মোকাবিলায় মানসিক চাপ প্রশমন, অনলাইন ব্যবসা পরিচালনা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে দেশের স্বনামধন্য রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’-এর সাথে ‘স্বপ্ন’-নারী-উদ্যোক্তা সম্মিলন' আয়োজন। ঢাকার আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মিলনে নারী-উদ্যোক্তাগণ তাঁদের পণ্যসহ অংশগ্রহণ করেন। ‘স্বপ্ন’ এর ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সম্ভাব্য পণ্য সরবরাহকারী নারী-উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন করেন এবং নারী-উদ্যোক্তাদের পণ্য সংগ্রহে নারী-উদ্যোক্তা এবং এসএমই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। সম্মিলনে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদুত জনাব মুস্তাফা ওসমান তুরান, ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান।

০৩ অক্টোবর ২০২২ এসএমই খাতের উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং তুরস্কের সরকারি সংস্থা KOSGEB-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জনাব মোস্তফা ওসমান তুরানের বৈঠক।

০৩ অক্টোবর ২০২২ এসএমই খাতের উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং তুরস্কের সরকারি সংস্থা KOSGEB-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জনাব মোস্তফা ওসমান তুরানের বৈঠক।

উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম ও মোহাম্মদ মাসুম বিল্লাহ। বৈঠকে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় KOSGEB প্রতিনিধি ও তুরস্কের এসএমই উদ্যোক্তাদের আমন্ত্রণ, সমঝোতা স্মারক বাস্তবায়নে অক্টোবরে অনলাইন সভা আয়োজনসহ সমঝোতা স্মারক বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

০২ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশনে ‘কৃষি ও খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি’ কর্মশালা আয়োজন।

০২ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশনে ‘কৃষি ও খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি’ কর্মশালা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসি ইসলাম; পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হাফিজুল হক খান এবং ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ খালেদুজ্জামান তালুকদার। কর্মশালায় সবজী ও ফল সংরক্ষণ পদ্ধতি এবং সংশ্লিষ্ট মেশিনারিজ সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করা হয়। এছাড়া, আনারসের জেলি, আনারসের লাড্ডু এবং কাঠালের চিপস উৎপাদন ডেমোনস্ট্রেশন করা হয়। কর্মশালায় ২৭জন খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

০৪ অক্টোবর ২০২২ এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের দ্বিতীয় ব্যাচের ইনকিউবেটিদের সাথে অনলাইনে মতবিনিময় সভা আয়োজন।

০৪ অক্টোবর ২০২২ এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের দ্বিতীয় ব্যাচের ইনকিউবেটিদের সাথে অনলাইনে মতবিনিময় সভা আয়োজন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মো. আব্দুস সালাম সরদার। উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

০৮-১২ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় সিলেটে 'ন্যাচারাল ডাইং' প্রশিক্ষণ আয়োজন।

০৮-১২ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় সিলেটে 'ন্যাচারাল ডাইং' প্রশিক্ষণ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব স্বর্নলতা রায়।

০৯-১৩ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের বিসিক শিল্পনগরীতে 'আর্টিফিশিয়াল জুয়েলারি' প্রশিক্ষণ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং বিশেষ অতিথি ছিলেন বরিশালের মহিলা বিষয়ক কর্মকর্তা দেলোয়ারা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের সাধারণ পর্ষদ সদস্য নাজমুন নাহার রিনা।

০৬ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর মৃৎশিল্প ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণের লক্ষ্যে পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।

০৬ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর মৃৎশিল্প ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণের লক্ষ্যে পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।

১২-১৩ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে ‘এসএমই উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় দক্ষতা বৃদ্ধি’ ফলোআপ কর্মশালা আয়োজন।

১২-১৩ অক্টোবর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে ‘এসএমই উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় দক্ষতা বৃদ্ধি’ ফলোআপ কর্মশালা আয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় অনলাইন ব্যবসার সমস্যা পর্যালোচনা ও করণীয় নিয়ে উদ্যোক্তাদের ধারণা প্রদান করা হয়। কর্মশালায় ৩০জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

১১-১২ অক্টোবর ২০২২ ঢাকায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য/সেবার মানোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ফার্নিচার উদ্যোক্তাদের অংশগ্রহণে ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।

১১-১২ অক্টোবর ২০২২ ঢাকায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য/সেবার মানোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ফার্নিচার উদ্যোক্তাদের অংশগ্রহণে ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন। কর্মশালার ১ম দিন বিভিন্ন উড ওয়ার্কিং মেশিন, যেমন- Band Saw, Belt Sander, Brush Sander, Circular Saw, Combination Machine, Mortiser Machine, Spindle Moulder, Surface Planer, Thickness Planer প্রভৃতি মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়। ২য় দিন Computer Aided Design (CAD), Computer Aided Manufacturing (CAM), Computer Numeric Control (CNC), CNC Wood Router মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়।

১২ অক্টোবর ২০২২ নারী-উদ্যোক্তা উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর।

১২ অক্টোবর ২০২২ নারী-উদ্যোক্তা উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষে কার্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ চুক্তিতে স্বাক্ষর করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ‘Expanding Economic Opportunities for Women Entrepreneurs in Bangladesh: One-stop Business Advisory Services Platform’ কর্মসূচি বাস্তবায়ন করবে।