কিভাবে সমসাময়িক সফল উদ্যোক্তাদের সাথে কানেকশন স্থাপন করা যায়?

কিভাবে সমসাময়িক সফল উদ্যোক্তাদের সাথে কানেকশন স্থাপন করা যায়?

কিভাবে সমসাময়িক সফল উদ্যোক্তাদের সাথে কানেকশন স্থাপন করা যায়?

নেটওয়ার্কিং হল তথ্য আদান-প্রদান, পরিচিতি বিকাশের এবং নিজ কর্মজীবনকে এগিয়ে নেওয়ার জন্য অন্য লোকেদের সাথে যোগাযোগ করা। আর কানেকশন হচ্ছে, সেই যোগাযোগ যখন সফল হয়।  একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিসগুলোর মাঝে অন্যতম হচ্ছে, নেটওয়ার্কিং এবং অন্যান্য উদ্যোক্তাদের সাথে কানেকশন। এই ব্লগে আমরা আলোচনা করব একজন উদ্যোক্তা হিসেবে নেটওয়ার্কিং-এর প্রয়োজনীয়তা, কিভাবে সফল উদ্যোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যায় এবং কিভাবে নিজের নেটওয়ার্কিং স্কিল বাড়ানো যায়।

নেটওয়ার্কিং এবং কানেকশন-এর প্রয়োজনীয়তা

নতুন কানেশন নতুন ব্যবসার দিকে নিয়ে যেতে পারে

ব্যবসায়ের জগৎ সর্বদা পরিবর্তনশীল। আজকে এক ধরনের পণ্য নিয়ে ব্যবসায় করে সবচেয়ে বেশি লাভ হচ্ছে তো কালকে অন্য কোনো পণ্য নিয়ে। সমসাময়িক অনেকরকমের উদ্যোক্তাদের সাথে কানেকশন থাকলে খুন সহজেই এক ব্যবসায় থেকে আরেক ব্যবসায় পরিবর্তন করা যায়, এক ব্যবসায়ের পাশাপাশি আরেক ব্যবসায় শুরু করা যায়, এমনকি অনেকসময় ভাল কানেকশন থাকলে অন্য কোনো পণ্যের ব্যবসায়ী আপনার সাথে মিলিত হয়েও ব্যবসায় করতে চাইতে পারে।

কার্যকর কানেকশন থেকে আরো অনেক কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে।

একটি কার্যকর কানেকশন আপনাকে আরো অনেক ভাল ভাল কানেকশনের দিকে ধাবিত করবে। এমন অনেক মানুষের সাথে পরিচয় করাবে যাদের সাথে আপনি নিজেকে থেকে হয়ত কখনো পরিচিত হতে পারতেন না। এসব মানুষ যে শুধুমাত্র ব্যবসায়ী হবে এমনটা না বরং এদের মাঝে নতুন ক্রেতা, পাইকারি/কাঁচামাল বিক্রেতা, বিনিয়োগকারী এমনকি বিভিন্ন আইনি কাজে সহায়তা করবে এমন মানুষও থাকতে পারে।

নতুন সংযোগ আপনার জন্য অনেক নতুন দরজা উন্মুক্ত করে

কার্যকর কানেকশন আপনার মানুষের মত  এমন সুযোগ সুবিধাও দেয় যা আপনি হয়ত অন্যথায় পেতে পারতেন না। শুধুমাত্র ব্যবসায়ের লাভ কিংবা সম্প্রসারণের জন্যই না বরং মনে করুন, আপনি কোনো একটা উদ্যোক্তাদের ইভেন্টে অংশগ্রহন করতে চান কিন্তু শুধুমাত্র আমন্ত্রণপত্র পাওয়া গেস্টরাই সেখানে যেতে পারবে। সেক্ষেত্রে আপনার ঐ জায়গায় কোনো কানেকশন থাকলে আপনি সহজেই আমন্ত্রণপত্র পেয়ে যেতে পারেন। এমন অনেক কমিউনিটিতেও আপনি কানেকশনের জন্য জায়গা পেয়ে যাবেন।

কানেকশন আপনাকে সর্বোত্তম চর্চা ও রীতি সম্পর্কে পরামর্শ দিবে

ভাল কানেকশন আপনাকে আপনার ব্যবসায়কে আরও কার্যকরভাবে চালানো, আপনার কর্মীদের পরিচালনা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাল পরামর্শ দিতে পারে। অনেকরকমের ট্রায়াল অ্যান্ড এরোর-এর মাঝে দিয়ে সর্বোত্তম চর্চা বের করা বেশ সময়সাপেক্ষ, এর থেকে আপনার কানেকশনের ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের মতে সর্বোত্তম চর্চাটিকে গ্রহন করা আরো সহজ।

কানেকশন আপনার দক্ষতা বৃদ্ধি করবে

কানেকশনের থেকে আপনি অন্যদের অভিজ্ঞতার মাধ্যমে নিজের দক্ষতাও বৃদ্ধি করতে পারবেন। এমন অনেক দক্ষতা যা আপনার কানেকশনের অর্জন করতে অনেক সময় লেগেছে, তা আপনি খুব অল্প সময় তাদের সাথে থেকে অর্জন করতে পারবেন। বিনিময় আপনার দক্ষতাও তারা অর্জন করবে।

ভাল কানেকশন অনুপ্রেরণা প্রদান করে

অন্যান্য ব্যবসায়িক পেশাদাররা তাদের নিজস্ব ব্যবসার মাধ্যমে কী অর্জন করেছে তা দেখে আপনি নিজের ব্যবসায়েরও সম্ভাবনা দেখতে পারে। সমসাময়িক উদ্যোক্তাদের সমৃদ্ধি পর্যবেক্ষন আপনাকে আপনার নিজের ব্যবসায় উন্নয়নের দিকে কাজ করতে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। আপনার মাঝে, “অন্যরা পারলে, আমিও পারব”- এমন মানসিকতার জন্ম দিয়ে আরো ভা কাজ করাতে তাড়না দিবে।

নতুন কানেকশন দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ব্যবসায়িক জোটে পরিণত হতে পারে

শুধুমাত্র ব্যবসায় পর্যন্তই না বরং একটি ভাল কানেকশন হিসেবে শুরু হওয়া সম্পর্ক পরবর্তিতে দীর্ঘস্থায়ী বন্ধুত্বে রূপ নিতে পারে, তা থেকে অংশীদারি ব্যবসায়ও শুরু হতে পারে।

কিভাবে সমসাময়িক ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্কিং করবেন?

লিংকডইন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন

বেশ কয়েকটি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যা সফলভাবে নেটওয়ার্ক করতে এবং উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং করতে ব্যবহার করা যেতে পারে, এর মাঝে লিংকডইনের উদ্দেশ্যই মূলত মানুষকে নেটওয়ার্কিং করতে সাহায্য করা। সঠিকভাবে ব্যবহার করলে লিংকডইন ফিড ক্রমাগত নেটওয়ার্কিং করা যায় এমন উদ্যোক্তা, ব্যবসায় এবং কমিউনিটি সম্পর্কিত পোস্ট দেখাতে থাকবে, যেকারণে অনেক ব্যস্ত থাকা উদ্যোক্তারাও প্রতিদিন এখানে সক্রিয় থাকে। এখানে সক্রিয় থেকে আপনি কল্পনাও করতে পারেন এমন নাগালের বাইরের ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা আপনার পক্ষে সম্ভব হয়ে যায়। আপনি যদি এমন কাউকে শনাক্ত করতে পারেন যার সাথে আপনি কানেকশন স্থাপন করতে চান, তাদের সাথে ইনবক্স-এ এলেভেটর পিচ পাঠানোর মাধ্যমে কথা বলা শুরু করতে পারেন। এলেভেটর পিচ হচ্ছে নিজ সম্পর্কে এমন কিছু কথা যা আপনি ঐ ব্যক্তিকে হঠাৎ করে কোনো এলেভেটরে দেখলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বলতে পারবেন, মোট কথা হচ্ছে, অল্প কথায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা।

কোনো উদ্যোক্তা কমিউনিটিতে যোগ দিন।

ফেসবুকে বিভিন্ন ব্যবসায় ও উদ্যোক্তা সম্পর্কিত গ্রুপ রয়েছে যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যেই নতুন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ থাকে। এসব গ্রুপে প্রায়শই বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তার সন্ধান পাওয়া যায় এবন সক্রিয় থাকলে তাদের নেটওয়ার্কেও আসা যায়। এছাড়াও সারা বছর উদ্যোক্তাদের বিভিন্ন রকমের নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজিত হয় যার খবরও এসব গ্রুপ থেকে পাওয়া যায়, অনেক সময় ইভেন্টগুলো হয়ও এসব গ্রুপেরই সৌজন্যে। তবে এসব ইভেন্টে গিয়ে যত বেশি সম্ভব মানুষের সাথে কথা বলতে হবে এবং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে।

কানেকশনের জন্য জিজ্ঞাসা করতে ভয় পাবেন না।

এক মুহুর্তের জন্য আপনার ইতিমধ্যে থাকা সমস্ত কানেকশন কিংবা এমনিতেই পরিচিত মানুষদের সম্পর্কে চিন্তা করুন। আপনার ইতিমধ্যে বিদ্যমান পরিচিতির প্রত্যেকের এমন একটি হলেও কানেকশন রয়েছে যা সম্ভবত আপনার জন্য উপকারী হতে পারে। আপনি কিভাবে এই সুবিধা নিতে পারেন? খুবই সহজ, শুধু জিজ্ঞাসা করুন। আপনার সমস্ত ব্যক্তিগত কানেকশনের সাথে যোগাযোগ করুন এবং তাদের জিজ্ঞাসা করুন যে তারা এমন কাউকে চেনেন কিনা যিনি ব্যবসায় সম্বন্ধীয় ভাল পরামর্শের উৎস হতে পারে বা আপনাকে যে কোনো উপায়ে সাহায্য করতে পারে। এছাড়াও, ভুলে যাবেন না যে এটি একটি টূ-ওইয়ে-রোড, তারা কাউকে চেনে কিনা তা জিজ্ঞাসা করে বলতে ভুলবেন না যে আপনিও প্রয়োজনে তাদের সাহায্য করতে পারেন।

ছোট করে একটি স্থানীয় উদ্যোক্তা মিট-আপ আয়োজন করুন

স্থানীয় মিট-আপ উদ্যোক্তাদের নেটওয়ার্কিং-এর জন্য দুর্দান্ত তবে এগুলো সাধারণত যতবার ইচ্ছা হয় ততবার আয়োজন করা সম্ভব হয় না কারণ এগুলো বেশ সময় এবং শ্রমসাপেক্ষ হতে পারে। একারণে, এধরনের ইভেন্ট নামানোর আগে অনেক চিন্তা করে পরিকল্পনা করে তবেই নামানো উচিৎ যাতে করে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ ধরনের ইভেন্টের আয়োজন করার জন্য, উদ্যোগ নিন এবং আপনার বন্ধু এবং ঘনিষ্ঠ পরিচিতিদের সাথে শুরু করে এখানে কাজে আসতে পারে এমন সবার সাথে যোগাযোগ করুন। খুব বড় কিছু না, এটা ছোট করে কোনো রেস্তোরাঁতে লাঞ্চের আয়োজনও হতে পারে। সফল হলে দেখবেন এটা নিমিষেই একটা মাসিক ইভেন্টে রূপ নিচ্ছে এবং অংশগ্রহণকারীরাও এমন সফল মিট-আপের পিছনে থাকা ব্যক্তির সংস্পর্শে আসতে চাচ্ছেন।

একটি কো-ওয়ার্কিং স্পেসে যোগ দিন।

আজকাল অনেক ছোট ব্যবসায় এবং স্টার্ট-আপ কো-ওয়ার্কিং স্পেসে তাদের ব্যবসায় চালাচ্ছে। কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারে ব্যবসায়ের খরচ কমার পাশাপাশি ব্যপকভাবে নেটওয়ার্কিং-এর সুযোগ পাওয়া যায়। শুধুমাত্র ভাড়া নিতে হবে এমনটাই না বরং, নিজ অফিস বাদ দিয়ে মাঝে মাঝে বিভিন্ন কফিশপে গিয়েও কাজ করা যায় এবং আশেপাশের মানুষদের সাথে কথা বলে দেখা যায় যে কাজের কাজের ক্ষেত্র আপনার সাথে মিলছে কিনা। 

সবসময় মনে রাখতে হবে, নেটওয়ার্কিং এবং কানেকশন সব টেকিং-অ্যান্ড-গিভিং সম্পর্ক, এখানে আপনি যেমন আপনার কানেকশনের থেকে অনেক সুবিধা পাবেন, বিনিময় আপনার থেকেও তারা এমনটাই আশা করবে।