ইন্ডাষ্ট্রিয়াল প্রসেস লীজ আউট
ব্যবসা করতে গেলে টেকনোলজী একটি জরুরী বিষয়। এক্ষেত্রে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে আপনি প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। বর্তমানে ২৪৯ টি প্রসেস তৈরী করা আছে । এসমস্ত প্রসেস লীজ দেয়া হয়। ইঈঝওজ এর হেড অফিসে মেম্বার, উন্নয়ন শাখাতে ৫০০.০০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে । এরপর নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করতে হবেঃ
ধাপ-১ নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ জমা দিতে হবে।
ধাপ-২ ফরম জমা দেয়ার পর সাইট পরিদর্শন করা হবে এবং একটি রিপোর্ট তৈরী হবে। উক্ত রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট প্রিমিয়াম ও বাৎসরিক ফি এর ভিত্তিতে ১৫০.০০ টাকার স্ট্যাম্পে ডিড হবে ।
সময়ঃ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আনুমানিক ১ মাস সময় লাগবে।
ফিঃ প্রিমিয়াম এবং বাৎসরিক ফি নেগোসিয়েশন এর ভিত্তিতে ঠিক করা হয়। তবে প্রিমিয়াম সাধারণত ৫০,০০০.০০ টাকা এবং বাৎসরিক ফি ১০,০০০.০০ টাকা।
বিস্তারিত তথ্যের জন্যঃ
বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ
ড. কুদরত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোনঃ ৮৬২০১০৬, ৮৬১৭৯২৪, ৮৬২০০২১ ফ্যাক্সঃ ৮৬১৩০২২
পেটেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
পেটেন্ট রেজিষ্ট্রেশনের মাধ্যমে আবিস্কারক নতুন কোন আবিস্কারের তৈরী, বিধি বা ব্যবহারের উপর কর্তৃত্ত¡ স্থাপন করেন একটি নির্দিষ্ট সময়ের জন্য (চধঃবহঃ ্ উবংরমহ অপঃ ১৯১১ অনুযায়ী ১৬ বৎসর কাল)। এর জন্য আবিস্কারককে নির্ধারিত ফরমে (ঋড়ৎস-১ ধহফ ১অ দেশী পণ্যের ক্ষেত্রে, ঋড়ৎস-২ ধহফ ২অ বিদেশী পণ্যের ক্ষেত্রে) [পরিশিষ্ট -৮.২] আবিস্কারের বর্ণনা/তত্ত¡, ড্রইং, তারিখসহ আবেদন দাখিল করতে হয়। কন্ট্রোলার ফাইল জমা হলে এক্সামিনার নিয়োগ দিবেন এবং তার নিরীক্ষার পর নির্ধারিত হবে পেটেন্ট রেজিষ্ট্রেশন হবে কিনা।
ফিঃ সাধারণ পণ্যের ক্ষেত্রে ৩,০০০.০০ টাকা এবং অগ্রাধিকার/প্রায়োরিটি পণ্যের ক্ষেত্রে ১০,০০০.০০ টাকা।
বিস্তারিত তথ্যের জন্যঃ
ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন এন্ড ট্রেড মার্কস
শিল্প মন্ত্রণালয় (৬ষ্ঠ তলা), ৯১ মতিঝিল বা/এ, ঢাকা।
ফোনঃ ৯৫৬০৬৯৬, ৯৫৫৬৭০৩, ৭১৬৯৮১৫
ডিজাইন রেজিষ্ট্রেশন সার্টিফিকেট
১৯১১ অনুসারে কোন নতুন অথবা অরিজিনাল জিনিসের আকার, প্যাটার্ন, কনফিগারেশন অথবা ইন্ডাষ্ট্রিয়াল প্রোসেসকে রেজিষ্টার করা যেতে পারে। এর মাধ্যমে ৫ (পাঁচ) বছরের জন্য ডিজাইন রেজিষ্টার হবে। ডিজাইন রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত ফরম অফিস থেকে সংগ্রহ করতে হবে [পরিশিষ্ট-৮.৩]। শিডিউল অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসহ ফরম জমা দিতে হবে।
বিস্তারিত তথ্যের জন্যঃ
ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন এন্ড ট্রেড মার্কস
শিল্প মন্ত্রণালয় (৬ষ্ঠ তলা), ৯১ মতিঝিল বা/এ, ঢাকা।
ফোনঃ ৯৫৬০৬৯৬, ৯৫৫৬৭০৩, ৭১৬৯৮১৫
ট্রেডমার্কস্ রেজিষ্ট্রেশন
পণ্যের অরিজিন নির্ণয়ে এবং ভোক্তার কাছে জবাবদিহিতার জন্য ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন এর মাধ্যমে ফার্মসমূহ ক্রেতার আস্থা স্থাপনের সুযোগ তৈরী করতে পারে। পণ্যের বিপণনে এর ভ‚মিকা রয়েছে। ট্রেডমার্ক রেজিষ্ট্রেশনের জন্য রেজিষ্ট্রার অব ট্রেডমার্কস অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে (ঋড়ৎস ঞগ-১/২) [পরিশিষ্ট-৮.৪]। এই ফরম পূরণের সাথে সাথে পে-অর্ডারের মাধ্যমে ফি জমা এবং ৯ কপি মনোগ্রাম সংযুক্তি হিসেবে প্রদান করতে হবে। প্রথম রেজিষ্ট্রেশন ৭ (সাত) বছরের জন্য থাকে। এরপর ১০ বছরের জন্য নবায়ন করা যায়।
বিস্তারিত তথ্যের জন্যঃ
রেজিষ্ট্রার অব ট্রেড মার্কস অফিস
শিল্প মন্ত্রণালয় (৬ষ্ঠ তলা), ৯১ মতিঝিল বা/এ, ঢাকা।
ফোনঃ ৯৫৬০৬৯৬, ৭১৬৯৮১৬
বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক)
বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) দেশের বিকাশমান শিল্পের বহুমাত্রিক চাহিদার আলোকে বিভিন্ন ধরণের কারিগরী সহায়তা প্রদান করে থাকে। বিটাক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, শিল্প ক্ষেত্রে উন্নত প্রযুক্তি আহরণ ও হস্তান্তর করে থাকে। এছাড়া শিল্পোৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে শিল্প প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান, শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশের নকশা প্রণয়ন ও সেগুলো তৈরী ও মেরামত করে দেশের শিল্পায়নে সহায়তা করে থাকে। বিটাক এসএমই সেক্টরে বিভিন্ন কারিগরী বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়ায় বিটাক এর ৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্যঃ
বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক)
তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ফোনঃ ৯৮৯৭৭৯৮, ৯৮৯৭৮০১, ফ্যাক্সঃ ৯৮৮৯২৫
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
শিল্প মন্ত্রণালয়াধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) উৎপাদনশীলতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, সেমিনার/কর্মশালা আয়োজন, কনসালটেন্সী সেবা প্রদান, গবেষণা প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও, এনপিও টোকিওস্থ এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, স্ট্যাডি মিটিং, টেকনিক্যাল এক্সপার্ট সার্ভিস ইত্যাদি কর্মকান্ড বাংলাদেশে পরিচালনা ও বাস্তবায়ন করে থাকে।
বিস্তারিত তথ্যের জন্যঃ
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন
৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
ফোনঃ ৯৫৬২৮৮৩, ৭১৬৯২৪৭, ৭১৬৮৩০৭