ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্তির ধাপ সমূহ

আমাদের সম্পর্কে জানুন

ট্রেড লাইসেন্স কি ?

ট্রেড লাইসেন্স হলো ব্যবসা শুরু করার জন়্য সরকার এবং ব্যবসায়িক এলাকা হতে প্রাপ্ত অনুমতি পত্র। এই অনুমতি পত্রটি আপনার ব্যবসার পরিচয় এবং ব্যবসার বৈধতার সাক্ষ্য বহন করে।

ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন ?

ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার একটি পৃথক আইনি পরিচয় তৈরি করে দেয় এবং আপনার ব্যবসার বৈধতার সাক্ষ্য বহন করে। লাইসেন্সটি আপনার ব্যবসাকে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি সুবিধা উপভোগের সুযোগ করে দেয়।

ট্রেড লাইসেন্স না থাকলে আপনার ব্যাবসার কি কি ক্ষতি হতে পারে ?

 

ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার পরিচয় বহন করে। এটি ব্যতীত যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা বেআইনি হিসেবে গণ্য করা হয় এবং এর জন়্য আপনি আইনত দ্ণ্ডনীয় হবেন। ট্রেড লাইন্সেস ব্যতীত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য জরিমানা

১) প্রথমবার: ৫০০০ টাকা প্রথমদিনের জন্য

২) দ্বিতীয়বার: ৫০০ টাকা প্রতিদিনের জন্য

উপরন্তু, ট্রেড লাইন্সেস ব্যতীত নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচিত করা প্রতারণার সামিল। এছাড়াও লাইসেন্স ব্যতী়ত আপনি বিভিন্ন ধরনের আইনি, আর্থিক এবং সাধারণ সেবা প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হওয়ার ঝুঁকি রাখেন।

ট্রেড লাইসেন্স পেতে কি কি প্রয়জন ?

 

ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করে রাখা প্রয়োজন। এসকল প্রস্তুতিমূলক কাজগুলো হলো

১) প্রস্তাবিত ব্যবসার নাম নির্ধারণ করা।

২) প্রস্তাবিত ব্যবসার ধরন নির্ধারণ করা।

৩) প্রস্তাবিত ব্যবসার এলাকা এবং ব্যবসার স্থান নির্ধারণ করা।

৪) প্রস্তাবিত ব্যবসার স্থান নিজস্ব মালিকানাধীন হলে মালিকানার দলিল প্রস্তুত রাখা। ব্যবসার স্থান ভাড়া করতে হলে ভাড়া করার বিষয়টি একটি চুক্তিপত্রের মাধ্যমে বৈধ করা।

৫) ব্যবসায়িক এলাকার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অফিস হতে ট্রেড লাইন্সেসের আবেদনপত্রটি সংগ্রহ করা।

৬) আবেদনপত্রের সঙ্গে লাইসেন্স বইটি সংগ্রহ করা। এই বইটিতে ব্যবসার ধরন অনুযায়ী প্রযোজ্য ট্রেড লাইসেন্স ফি, ট্রেড লাইন্সেস নবায়ন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া থাকে।

৭) প্রস্তাবিত ব্যবসার জন্য প্রযোজ্য ফি ও কর নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া।

ট্রেড লাইসেন্স পেতে কি কি কাগজ লাগবে ? লিস্ট এন্ড স্যাম্পল

 

ট্রেড লাইসেন্সের আবেদনপত্রের সাথে কিছু কাগজ বা কাগজের সত্যায়িত কপি (ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত) সিটি কর্পোরেশনের কাছে উপস্থাপন করতে হয়। নিম্নে একটি সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজগুলোর তালিকা দেওয়া হলো

১) আবেদনকারীর (ব্যবসার মুখ্য মালিক) ছবি

২) আবেদনকারীর এন আই ডি-এর সত্যায়িত কপি

৩) প্রস্তাবিত ব্যবসার মূলধনের প্রমাণ

৪) প্রস্তাবিত ব্যবসার স্থানের বিবরণের (পরিমাপ ও নকশাসহ) সত্যায়িত কপি

৫) প্রস্তাবিত ব্যবসার স্থানের মালিকানার দলিলের স়ত্যায়িত কপি। ভাড়া করা স্থানের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত কপি

৬) প্রস্তাবিত ব্যবসার স্থানের জন্য পরিশোধিত সর্বশেষ হোল্ডিং ট্যাক্সের রসিদের সত্যায়িত কপি

৭) প্রস্তাবিত ব্যবসার স্থানের নিকটবর্তী এলাকাবাসী হতে সংগৃহীত অনাপত্তি পত্র

৮) প্রযোজ্য ক্ষেত্রে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ব্যবসা পরিচালনার উদ্দেশ্য উল্লেখকৃত অঙ্গিকারনামা

৯) অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র, রসিদ, ইত্যাদির সত্যায়িত কপি

ট্রেড লাইসেন্স এর কতৃপক্ষ কারা ?

সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকার ক্ষেত্রে সিটি কর্পোরেশন হলো ট্রেড লাইসেন্স প্রদানের কর্তৃপক্ষ। এক্ষেত্রে ব্যবসার স্থান সিটি কর্পোরেশন ঘোষিত বাণিজ্যিক এলাকার মধ্যে হওয়া আবশ্যক।

আবেদন করার কতদিন পর আপনি ট্রেড লাইসেন্স হাতে পেতে পারেন ?

ট্রেড লাইসেন্সের আবেদনপত্রটি যথাযথ কাগজপত্রসহ জমা দেওয়া হলে, সাধারণত আবেদনপত্র দাখিলের ৩-৫ কর্মদিবসের মধ্যে ট্রেড লাইসেন্স পাওয়া সম্ভব হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে, কারণ এবং ব্যবসার ধরনভেদে ট্রেড লাইসেন্স পেতে আরো কিছুদিন বেশি সময় প্রয়োজন হতে পারে।

ট্রেড লাইসেন্স পেতে আনুমানিক কত টাকা খরচ হবে ?

ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খরচগুলোর তালিকা নিম্নে উল্লেখ করা হলো

১) ট্রেড লাইসেন্সের আবেদন পত্র ১০ টাকা

২) লাইসেন্স বই ৫০ টাকা

৩) প্রযোজ্য ক্ষেত্রে নন- জুডিসিয়াল স্ট্যাম্প পেপার ১৫০-৩০০ টাকা

৪) ট্রেড লাইসেন্স ফি ২০০-২৬০০০ টাকা

৫) প্রযোজ্য কর ও মূসক

৬) সাইনবোর্ড ফি ব্যবসার ধরন ও সাইনবোর্ডের আকার অনুযায়ী

ট্রেড লাইসেন্স পেতে আনুমানিক কত দিন লাগবে

ট্রেড লাইসেন্সের জন্য আবেদনের পুূর্বপ্রস্তুতি পর্যায়ে কিছুদিন সময় হাতে রাখা উচিত। কারণ, আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু দলিল এবং দলিলের সত্যায়িত কপি পাওয়ার ক্ষেত্রে কিছুদিন প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ব্যবসার নাম, ধরন এবং স্থান নির্ধারণের পর আবেদনপত্র দাখিলের জন্য ৩০ দিন সময় ধরে রাখা যেতে পারে।

ট্রেড লাইসেন্সের আবেদনপত্রটি যথাযথ কাগজপত্রসহ জমা দেওয়া হলে, সাধারণত আবেদনপত্র দাখিলের ৩-৫ কর্মদিবসের মধ্যে ট্রেড লাইসেন্স পাওয়া সম্ভব হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে, কারণ এবং ব্যবসার ধরনভেদে ট্রেড লাইসেন্স পেতে আরো কিছুদিন বেশি সময় প্রয়োজন হতে পারে।

ঝামেলা হলে কোথায় অভিযোগ করবেন

ট্রেড লাইসেন্স অনুমোদনের কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ হয়ে থাকলে, যেকোনো সমস্যা বা অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তিকারী অফিসার থাকেন। উক্ত ব্যক্তিবর্গের নিকট চিঠির মাধ্যমে অভিযোগ দাখিল করা সম্ভব।